
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর-খাগাতুয়া গ্রামের বিলের মাঝখানে একটি পরিত্যক্ত পুকুর পাড়ের গাছের সাথে ডালিম নামে এক মেডিকেল শিক্ষার্থীর হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ! এলাকাবাসীর তথ্যমতে, ছেলেটির নাম ডালিম আহমেদ, সে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া দক্ষিণ পাড়ার শামসুল হকের ছেলে। সে ঢাকায় একটি প্রাইভেট মেডিক্যালের শিক্ষার্থী।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টায় বিলের জমিতে কাজ করতে যাওয়া স্থানীয় কৃষকেরা অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে আঁতকে উঠে ও তাদের চিৎকার চেঁচামিতে, স্থানীয় লোকজন এসে জড়ো হয়। পরে নবীনগর থানায় যোগাযোগ করা হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়!
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ডালিম মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনাতিপাত করছিলো! যেকারণে তার পরিবারের লোকজন তাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। শীঘ্রই তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিলো। এদিকে, ডালিমের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হযেছে, প্রাথমিকভাবে মৃত্যুটি রহস্যজনক মনে হলেও, পারিবারিক ভাবে লিখিত অভিযোগ ও ময়নাতদন্তের চুড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশি কার্যক্রম শুরু করা হবে।
নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিবেদক 



















