প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৯:১০ পি.এম
টাকাভর্তি বাক্স পেয়ে বিপাকে জয়া

ঢাকা: রুনা লায়লা একজন সরল কিন্তু দৃঢ়চেতা নারী। সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে রুনা। তার জীবন এক ভয়াবহ মোড় নেয় যখন সে অফিসে টাকাভর্তি এক লুকানো বাক্স পায়। আকাঙ্ক্ষা এবং লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা ভেবে সে বাক্সটা নিয়ে নেয়।সেই বাক্সকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে তার জীবনে। ৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’-তে আশফাক নিপুন এমনই এক রুনা লায়লার গল্প দেখিয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) হইচই-তে মুক্তি পেয়েছে সিরিজটি।
সিরিজটির মুখ্য চরিত্রে অর্থাৎ রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
নতুন কাজ নিয়ে তিনি বলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। তাই আর দেরি করিনি।এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশিরসহ আরও অনেকে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.