প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৪:১৮ পি.এম
চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে, সাহায্য মিলবে তিস্তা প্রকল্পে

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন অধ্যায়ে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।
শুক্রবার (২৮ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে প্রেস সচিব বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে চীনা প্রেসিডেন্টের বিশাল হৃদ্যতা (আন্তরিকতা ও সৌহার্দ্য) প্রকাশ পেয়েছে। এতে বোঝা গেছে যে, তারা ড. ইউনূসকে কতটা বড় মাপের নেতা হিসেবে দেখছেন। এও বোঝা গেছে যে, তারা বাংলাদেশের সঙ্গে কতটা ভালো সম্পর্ক করতে চান।’
প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা বলেছেন। দুদেশের কূটনৈতিক সম্পর্কের কথা বলেছেন। চীনের সঙ্গে বাংলাদেশের যে সমস্ত ইস্যু আছে… আমরা সত্যিকার অর্থেই চীনের সাপোর্ট চাচ্ছি; এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বৈঠকে কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে— চীনের প্রেসিডেন্ট প্রত্যেকটা বিষয়ে (প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়) বিবেচনা করা হবে জানিয়েছেন।’
চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানানো এই সফরের একটি অন্যতম দিক ছিল বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, ‘এই কথা ড. ইউনূস গতকাল বোয়াও ফোরামে বলেছেন, আজও এই বৈঠকে বলেছেন। চীনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি এ বিষয়ে তার দেশের বিনিয়োগকারীদের উৎসাহ দেবেন।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এই বৈঠকে তিস্তা প্রকল্পে সাহায্যের কথাও উঠেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস। তিনি জানান, চীন সাহায্যে করতে আগ্রহী।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.