নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ এবারই প্রথম বসছে মৌসুমের শুরুর দিকে। এর প্রভাব পড়ল ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলে। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোটি নির্ধারিত সময়ের আগে শুরুর সিদ্ধান্ত নিয়েছে লিগ কতৃপক্ষ।
প্রিমিয়ার লিগ গত বৃহস্পতিবার জানিয়েছে, লিগের ক্লাবগুলো ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুর আগে, আগামী জুনের প্রথম দিকে ১০ দিনের জন্য ট্রান্সফার উইন্ডোটি শুরু করতে সম্মত হয়েছে।
এই ঘোষণাটি এল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ফিফার নেওয়া সিদ্ধান্তের পর, যেখানে বলা হয়েছে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সদস্য সমিতিগুলোতে ক্লাব বিশ্বকাপে শুরুর আগে, খেলোয়াড় দলে টানার কাজ শুরু করার জন্য জুনে একটি ‘ব্যতিক্রমী ট্রান্সফার উইন্ডো’ খোলার বিকল্প থাকবে।
প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, ফিফা ক্লাব বিশ্বকাপের ব্যতিক্রমী ট্রান্সফার উইন্ডো ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে। এরপরে এটি আবার ১৬ জুন থেকে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
৩২ দলের ক্লাব বিশ্বকাপ এবারই হচ্ছে প্রথমবারের মত। টুর্নামেন্টটি ১৪ জুন শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি এবং ম্যানচেস্টার সিটি এতে অংশ নেবে।