
পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচন সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে মুসলিমের মোড়ে হরিয়ান ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রজব আলীর বাড়ীর সামনে এই ঈদ সামগ্রী বিতারণ হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দল সর্বদা জনগণের সাথে থাকে এবং জনগণের কথা ভাবে। তিনি বলেন, বিগত পতিত সরকার দেশকে একটি তাবেদারী রাষ্ট্রে পরিণত করে গেছেন। যার খেশারত এখন জনগণকে দিতে হচ্ছে। এই সমস্যা কবে নাগাদ শেষ বে তা কেউ স্পষ্ট করে বলতে পারছেনা।
তিনি আরো বলেন, বর্তমানে অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। তারা সংস্কারের কথা বলছেন। কিন্তু দৃশ্যমান তেমন পরিলক্ষিত হচ্ছেনা। কারন আওয়ামী দোসরা সংস্কারকে কুলশিত করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে বর্তমান সরকার তেমন পদক্ষেপ নিতে পারছেন না। কারণ আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনে এখনো আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারাই মূলত দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ঐ সকল কর্মকর্তা ও দোসরদের দ্রুত অপসারণ করে এবং দেশ রক্ষায় দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপস্থিত জনগণের মধ্যে ঈদ সামগ্রী প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক সভাপতি আব্দুর রহমান ,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবের আলী পালু ও ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকছেদ আলী। এ ছাড়া স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















