
রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিগত ফ্যাসিস্ট ও খুনি হাসিনা সরকারের আধিপত্যবাদী কর্মকর্তা-কর্মচারী আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে। তারা এখন উর্দি পরিবর্তন করে নতুনভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মিলন আরো বলেন, রোজার শুরু থেকে অদ্যবধি সুন্দর ও সুশৃংখলভাবে পবা-মোহনপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। বুধবার ছিলো তার শেষ দিন। প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে করায় পবা-মোহনপুরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও পবা-মোহনপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, খুনি হাসিনা দেশকে শূন্য করে ৫ আগস্ট তার পরিবারের সকলকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন। স্বৈারাচার হাসিনা ভারতে বসে থেকে বাংলাদশে এখনো যারা আছে তাদের দিয়ে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে।
তিনি বলেন, বর্তমান সরকার পুর্বের ঐ সকল সিন্ডিকেট এর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না। আইন শৃংখলার অনেক অবনতি হয়েছে। বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলী দেখিলে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের সময় ৬২৬জন আওয়ামী লীগের নেতাকে আটক করা হয়েছিলো। তাদেরও পালিয়ে যেতে সহায়তা করেছে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ফ্যাসিস্ট সরকারের ঐ সকল সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।
বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র শুরু করেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে উল্লেখ করে মিলন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে ধর্র্য্যধারন করার নির্দেশনা দিয়েছেন। কারণ বিএনপি জনগণের দল। তেমনি জনগণও বিএনপিকে অত্যন্ত ভালবাসে। তিনি বলেন, বিগত সরকারের মন্ত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আমির হোসেন আমু বলতেন হাসিনা সরকারের পতন হলে দেশে প্রায় পাঁচ লক্ষ নেতাকর্মীকে হত্যা করা হবে। কিন্তু বিএনপি তা করতে দেয়নি। পাহারাদার হয়ে জনগণকে ও নেতাকর্মীদের রক্ষা করেছে।
তিনি বলেন, এখন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ন্যায় সঙ্গত দাবী-দাওয়া নিয়ে কথা বলতে হবে। কারন বিএনপি’র এই সাফল্যকে ম্লান করে দিতে আওয়ামী ষড়যন্ত্রকারীরা দলের মধ্যে প্রবেশ করে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই সকল ষড়যন্ত্রকারীদের যে কোন মূল্যে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দাবী জানান মিলন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য আব্দুস সামাদ, শেখ মকবুল হোসেন, গোলাম মোস্তফা মামুন, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাবেক সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকল ও জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলমসহ জেলা ও মোহনপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















