
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের আচরণ নৈতিক স্খলন হিসেবে প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে গঠিত তদন্ত কমিটির সুপারিশে এ কথা উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ৫৫(৩) ধারায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হচ্ছেন সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২ ও ড. সুজন সেন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি।
৯ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত রাবি সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।সংবাদ বিজ্ঞপ্তি-২
রাবি প্রতিবেদক 



















