
ঢাকা: দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ রোববার ঢাকার একটি বিচারিক আদালত এ রায় দিয়েছে। কারাগারে থাকা আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
২০২১ সালের ১৫ ই ফেব্রুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আবদুল মালেকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজারর টাকার বেশি মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন আবদুল মালেক । তিনি তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত এক কোটি ৫০ লাখ টাকার বেশি মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ - দখলে রেখেছেন।
২০২১ সালের ২৭ শে অক্টোবর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে রাজধানীর তুরাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, জাল টাকাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন আব্দুল মালেক। এর আগে অস্ত্র আইনে করা মামলায় তার ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড হয়েছে।