
পাবনার ঈশ্বরদীতে ৪ টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ ।
সোমবার (১৭ মার্চ) রাতে ঈশ্বরদী ও পাবনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঈশ্বরদী থানার পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- নাটোরের বড়াইগ্রামের হৃদয় মোল্লা (২৩), সিংড়া থানার আরমান ফকির (৩৮) ও পাবনা সদর থানার রাজিব হোসেন (৩১)।
তাদের মধ্যে হৃদয় মোল্লাকে ঈশ্বরদী শহরের অরণকোলা এবং আরমান ফকির ও রাজিব হোসেনকে পাবনার গাছপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঈশ্বরদী ( পাবনা) প্রতিবেদক 



















