
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখা গেছে তার নাতনির সঙ্গে। ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ বলছেন গানকে ভালোবেসে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে চূড়ায় উঠার উদাহরণ মমতাজ।
কেউ আবার বলছেন, ‘ভোটচোর’, ‘স্বৈরাচারের দোসর’, ‘পালিয়ে যাওয়া আপার সৈনিক’ ইত্যাদি। তারা জানতে চাইছেন কোথায় আছেন মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের এই সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই কোথাও দেখা যায়নি তাকে।
গ্রামবাসী জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে মতাজের কোনো হদিস নেই। কখনো শোনা যায় তিনি দেশে, কখনো আবার খবর আসে বিদেশে চলে গেছেন মমতাজ।
বিনোদন প্রতিবেদক 






















